গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (GAU) ও ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কৃষি উদ্ভাবন ও টেকসই উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারে একটি ঐতিহাসিক চুক্তি (Letter of Agreement – LoA) স্বাক্ষর করেছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেল ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম আফরাদ। প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মুস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হক ও ব্র্যাকের সিনিয়র পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান। এছাড়া ব্র্যাকের অ্যাসোসিয়েট ডিরেক্টর মো. আজিজুল হক, বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ মৃধা। শুরুতে ব্র্যাকের সহকারী জেনারেল ম্যানেজার ড. মো. আরিফুল ইসলাম ব্র্যাকের কার্যক্রম ও অর্জন তুলে ধরেন। এরপর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, উদ্ভাবন ও সাফল্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
চুক্তিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম আফরাদ এবং ব্র্যাক সিডের পক্ষে স্বাক্ষর করেন মোহাম্মদ আনিসুর রহমান।
চুক্তি স্বাক্ষরের পর ব্র্যাকের সিনিয়র পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, কৃষকদের কাছে উন্নত জাত ও প্রযুক্তি পৌঁছে দিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
উপাচার্য অধ্যাপক ড. জি. কে. এম. মুস্তাফিজুর রহমান বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে কার্যকর সহযোগিতা অপরিহার্য। এই চুক্তি শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টি করবে এবং গবেষণার সক্ষমতা আরও বৃদ্ধি করবে।
তিনি আরও জানান, সম্প্রতি আন্তর্জাতিক র্যাংকিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।
উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়