গাজীপুরের টঙ্গীতে রেললাইনের পাশের একটি বস্তার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে টঙ্গীবাজার গরুহাটা এলাকার বস্তাপট্টিতে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ গুদামের পেছন দিকে আগুন দেখেন আশপাশের লোকজন। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গুদামের ভেতরে থাকা বস্তা ও অন্যান্য মালামালে। আগুনের তাপে পাশের মসজিদের এসি পুড়ে যায় বলে জানান স্থানীয়রা।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ৫টি গুদামের সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম জানান, অগ্নিকাণ্ডে অল্পের জন্য রক্ষা পেয়েছে পাশের মসজিদ ও রিকশার গ্যারেজ। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
রামপুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তের আগুন