ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রামপুরায় দাঁড়িয়ে থাকা ট্রাকে দুর্বৃত্তের আগুন

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৯:০০ এএম

রাজধানীর রামপুরার ত্রিমোহিনী এলাকায় সড়কের পাশে পার্কিংয়ে রাখা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (১৭ নভেম্বর) রাত প্রায় ২টা ৩৫ মিনিটে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সড়কের পাশে একটি এলপি গ্যাসের গুদামের পাশে ট্রাকটি পার্ক করে রাখা ছিল। হঠাৎ দুর্বৃত্তরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে রামপুরা থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি এবং কাউকেই আটক করা সম্ভব হয়নি। আগুন লাগার পর প্রায় ১০ মিনিট ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

SN
আরও পড়ুন