ঢাকা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভূমিকম্পে টঙ্গী-শ্রীপুরে শতাধিক শ্রমিক আহত

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

গাজীপুরের টঙ্গী ও শ্রীপুর শিল্পাঞ্চলে ভূমিকম্পে অন্তত শতাধিক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে অনুভূত ভূমিকম্পে আতঙ্কিত শ্রমিকরা কারখানা থেকে বের হওয়ার সময় ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে আহত হন।

টঙ্গী পূর্ব থানার ওসি অহিদুজ্জামান খবর সংযোগকে জানান, টঙ্গীর ফ্যাশন প্লাস কারখানায় ভূমিকম্পের সময় গেট বন্ধ থাকায় শ্রমিকরা দিক হারিয়ে ছুটাছুটি করে নামতে গিয়ে পদদলিত হন। এতে অন্তত অর্ধশত শ্রমিক আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

অন্যদিকে, শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় অবস্থিত ডেনিম্যাক কারখানায়ও একই পরিস্থিতির সৃষ্টি হয়। হঠাৎ কম্পন অনুভূত হওয়ায় শ্রমিকরা দ্রুত নিচে নামতে গেলে সিঁড়িতে এবং গেটে ধাক্কাধাক্কির ফলে বহু শ্রমিক আহত হন।

টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার তারেক হাসান বলেন, ভূমিকম্পের পর থেকেই অসংখ্য শ্রমিক চিকিৎসার জন্য হাসপাতালে আসছেন। ঠিক কতজন ভর্তি হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে বলা কঠিন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শফিকুল ইসলাম জানান, বিভিন্ন কারখানা থেকে শতাধিক শ্রমিক চিকিৎসার জন্য হাসপাতালে এসেছে। তাদের অনেকেই মাথা, হাত-পা ও কাঁধে আঘাত পেয়েছেন।

এদিকে, গাজীপুর মহানগরীর বাসন থানার কোজিমা লিরিক কারখানায় ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে নামতে গিয়ে ৭–৮ জন শ্রমিক আহত হন। আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

NJ
আরও পড়ুন