১০ টাকায় ইলিশ, ১ টাকায় গরুর মাংস আর ২ টাকা কেজিতে চাল বিক্রি করে আলোচনায় আসা ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল এবার ফরিদপুরের চরভদ্রাসন থানার এমকে ডাঙ্গী গ্রামে গরিব ও অসহায় গর্ভবতী মায়েদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করেছেন।
এলাকাবাসীর সুবিধার্থে এমকে ডাঙ্গী মাদ্রাসা ও ম্যাজিস্ট্রেট বাড়ি মসজিদের সামনে দেওয়ালে লেখার মাধ্যমে উদ্যোগের বিষয়টি জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়, ডেলিভারিজনিত জরুরি পরিস্থিতিতে যেসব গরীব গর্ভবতী মা হাসপাতালে যেতে সমস্যায় পড়েন, তাদের জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে গাড়ির ব্যবস্থা থাকবে। আপাতত একটিমাত্র গাড়ি দিয়ে সেবা শুরু হয়েছে। জরুরি যোগাযোগের জন্য চালকের নম্বর ০১৭৩২–৭৮৪০২৫ প্রকাশ করা হয়েছে। চরভদ্রাসন উপজেলার হাসপাতাল ছাড়াও প্রয়োজনে রোগীকে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও থাকবে।
স্থানীয় রেফায়েদুল ইসলাম সাজু বলেন, গ্রামীণ এলাকায় পরিবহন সংকটের কারণে অনেক সময় গর্ভবতী নারীরা ঝুঁকিতে পড়েন। এ অবস্থায় বিনামূল্যের গাড়ি সেবা তাদের জন্য আশীর্বাদ। যদিও এখনো কেউ সেবা নেননি, তবে বহু মানুষ আগ্রহ প্রকাশ করেছেন এবং মানবিক এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। আগে কেউ এমন উদ্যোগ কেউ নেননি।
মুফতি রায়হান জামিল বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে গরিব মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই ব্যক্তিগত অর্থায়নে এই সেবার ব্যবস্থা। ভবিষ্যতে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের প্রতিটি গ্রামে এ সেবা চালুর পরিকল্পনাও রয়েছে। যতদিন সামর্থ্য থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ, ৩০ নভেম্বর ১ টাকা দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজিতে চাল বিতরণ করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। এছাড়া ৮ নভেম্বর নির্বাচনি গেট, ব্যানার ও ফেস্টুন ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু মিছিল আয়োজন এবং গভীর রাতে চাল-ডাল কাঁধে নিয়ে দরিদ্র মানুষের দ্বারে পৌঁছে দিয়ে তিনি আবারও সমালোচনা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।
