আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর জেলার দুইটি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ৩৪টি আসনে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেন।
এদের মধ্যে মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তার। তিনি শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলার পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম মিঠু চৌধুরীর স্ত্রী।
অন্যদিকে, মাদারীপুর-২ আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান। তিনি সরকারি নাজিম উদ্দিন কলেজের সাবেক জিএস ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে সাংগঠনিকভাবে সক্রিয় ভূমিকা পালন করছেন।
দলীয় সূত্র বলছে, স্থানীয় পর্যায়ে তৃণমূল নেতাদের মতামত, সাংগঠনিক অবস্থান এবং জনপ্রিয়তার ভিত্তিতে এ দুই প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। এর মাধ্যমে মাদারীপুরের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপির মনোনয়ন।
স্থানীয় রাজনৈতিক মহলে এই মনোনয়নকে ঘিরে ইতোমধ্যে নানা আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে শিবচর এলাকায় মরহুম মিঠু চৌধুরীর জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাবের কারণে নাদিরা আক্তারের প্রার্থিতা নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে জানা গেছে।
আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কৃষকদল নেতা নাসিরুল ইসলাম