ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পশুর নদে কয়লাবাহী জাহাজের ধাক্কা, জেলে নিখোঁজ

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর নদে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় একটি কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় পাশে থাকা কাঁকড়া ধরার নৌকার পাঁচ জেলে নদীতে পড়ে যায়। এর মধ্যে চারজনকে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ হন। শুক্রবার (১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ জেলে আব্দুল হাকিম (১৮), তার বাড়ি খুলনার দাকোপ উপজেলার রুয়ো কাটা গ্রামে। শনিবার (২ নভেম্বর) সকাল থেকে তাকে উদ্ধারে অভিযান চালায় মোংলা কোস্ট গার্ড।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরে  থেকে এমভি মিজান নামে একটি লাইটার জাহাজ ৫০০ মেট্রিক টন কয়লা বোঝাই করে যশোর যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা গ্যাসবাহী জাহাজ `এমভি এরা স্টার' ধাক্কা দিলে লাইটার জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পাশে কাঁকড়া ধরার নৌকায় থাকা পাঁচ জেলে ছিটকে পড়ে। এর মধ্যে চারজন উদ্ধার হলেও জেলে আব্দুল হাকিম নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে শনিবার সকাল থেকে নদী করমজল এলাকায় অভিযান চালানো হয়। তবে দুপুর ১২টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) পেটি অফিসার (ড্রাইভার ব্রাঞ্চ) মো. জাকির বলেন,  নিখোঁজ জেলে উদ্ধারে কোস্ট গার্ডের দুইটি টহল টিমের সার্চ অ্যান্ড রেস্কিউ অভিযান চলমান রয়েছে।

ক্ষতিগ্রস্ত এমভি মিজানের মালিক সোহাগ মোল্লার দাবি, তাদের ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডাইরি করেছেন তিনি।

RA/RH
আরও পড়ুন