কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য ১২০ টাকার আবেদন ফি দিয়ে ৫৭ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ।
জানা গেছে, নির্বাচিতদের মধ্যে অনেকের বাবা কৃষক, দিনমজুর বা ভ্যান চালক, যা এই প্রক্রিয়ার শতভাগ স্বচ্ছতা এবং ন্যায্যতার প্রমাণ। নিয়োগ প্রক্রিয়ায় পুলিশ সুপার মিজানুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ এসময় উপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারীরা জানিয়েছেন, ১২০ টাকার আবেদন ফি দিয়ে পুলিশের চাকরি পাওয়ার সম্ভাবনা তাদের জীবনে নতুন আলো এনে দিয়েছে। নির্বাচিত প্রার্থীদের চোখে অশ্রু ছিল, তবে তারা সবাই দেশের জন্য কাজ করার প্রত্যয়ে আনন্দিত। এই সাফল্য দেখে জেলার সাধারণ জনগণ ও অভিভাবকরা সন্তুষ্ট বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া পুলিশ লাইন্স মাঠে শারীরিক, লিখিত, মৌখিক এবং চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। নির্বাচিতদের মধ্যে ৫০ জন পুরুষ ও ৪ জন নারী এবং মুক্তিযোদ্ধা কোটায় ৩ জন রয়েছেন।
