সাতক্ষীরায় বৃত্তি পাওয়া ৩৮২ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। স্টার কিডস আয়োজনে শনিবার (২৮ ডিসেম্বর) সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম।
স্টার বৃত্তি উৎসবের পরিচালক এ টি এম আবু হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল মুস্তানছির বিল্লাহ, একই কলেজের সহযোগী অধ্যাপক মিয়ারাজ হুসাইন, সহযোগী অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান, দিবানৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক মো. জাকির হাসান, সাতক্ষীরা পাবলিক লাইব্ররির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা, পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ড. রুহুল আমিন, শ্যামনগর টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজের অধ্যক্ষ হাফিজুল আল মাহমুদ, বাংলাভিশন ও বাসসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ প্রমুখ।
জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ১৫০২ জন শিক্ষার্থী বৃত্তি উৎসব অংশ নেয়। যাছাই বাছাই শেষে ৩৮২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এর মধ্য ২২৬ জন শিক্ষার্থী ট্যালটপুল ও ১৫৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেড বৃত্তি পায়।
