ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরায় ভিডিপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সকালে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়া আনসার ও ভিডিপি কার্যালয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আনসার ভিডিপিট জেলা কমান্ডার মো.আশরাফুজ্জামান।

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:৫৫ পিএম

‘শান্তি শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বদা আমরা’ স্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে সাতক্ষীরায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) দিবস পালিত হয়েছে। 

রোববার (৫ জানুয়ারি) সকালের দিকে শহরের মুন্সিপাড়া আনসার ও ভিডিপি কার্যালয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আনসার ভিডিপির জেলা কমান্ডার মো. আশরাফুজ্জামান।

এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে রক্তদান কর্মসূচি পালিত হয়। এ সময় আনসার ও ভিডিপি সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন।

ভিডিপি দিবস উপলক্ষে শোভাযাত্রা বের হয়। ছবি: খবর সংযোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আনসার ভিডিপির সহকারী পরিচালক মো. আলমগীর হাসান সরদার, সরকারি পরিচালক মো. জিয়াউদ্দিন, সার্কেল অ্যাডজুট্যান্ট মিয়াজান আলী, আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ সর্বস্তরের আনসার ও ভিডিপি সদস্যরা।

RA/NC
আরও পড়ুন