ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরায় সাশ্রয় মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১২:১০ এএম

বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে সাতক্ষীরা জেলা প্রশাসকের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হলো টিসিবির সাশ্রয় মূল্যে পণ্য বিক্রি। রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনশীল রাখতে বর্তমান সরকার শ্রমজীবী খেটে খাওয়া মানুষের জন্য সাশ্রয় মূল্যে পণ্য বিক্রি শুরু করছে।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা যায়, বুধবার (৫ মার্চ ) থেকে সাতক্ষীরা শহরের পাঁচটি পয়েন্টে মোট দুই হাজার প্যাকেজ পণ্য বিক্রি শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ( ২৪) মার্চ পর্যন্ত । প্রতিটি প্যাকেজে থাকবে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মুসুরির ডাল, ১ কেজি চিনি ও ১ কেজি ছোলা। মোট মূল্য সাড়ে চারশ টাকা। প্রতিটি পয়েন্টে ৪০০ প্যাকেজ ৪০০ জন মানুষের মধ্যে বিতরণ করা হবে ।

পণ্য নিতে আসার রাশেদ বলেন, বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে এটি মহতী উদ্যোগ । এই পণ্যে আমার ও আমার পরিবারের অনেক উপকার হয়েছে। এ পণ্য পেয়ে আমি অনেক খুশি। অপর একজন ক্রেতা জোহরা বেগম জানান, আমার পরিবারের এই পণ্য ক্রয় করে একটু স্বাচ্ছন্ন বোধ করছি। রোজার মাসে আর বাজার থেকে অতিরিক্ত দাম দিয়ে তেল কেনা লাগবে না । 

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রশাসনের এনডিসি প্রণয় বিশ্বাস দৈনিক খবর সংযোগ কে জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য রমজান উপলক্ষে জেলা প্রশাসনের তত্ত্বাবধায়কে সাশ্রয় মূল্যে টিসিবির পণ্য প্রতিদিন পাঁচটি পয়েন্টে দুই হাজার প্যাকেট বিক্রি শুরু হয়েছে। আজকে সাতক্ষীরা শহরের কলেজ মোড়ে, রাজ্জাক পার্কসহ পাঁচটি পয়েন্টে  বিক্রি শুরু হয়েছে। এ বিষয় কোন রকম অনিয়ম হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। 

MMS
আরও পড়ুন