পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের জন্য স্বল্প মূল্যে টিসিবির ভ্রাম্যমাণ বিক্রয় পয়েন্টে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে প্রায় পাঁচ ঘণ্টা দীর্ঘ লাইন দাঁড়িয়ে থাকার পর অনেকেই স্বল্প মূল্যে নিত্যপণ্য কেনার সুযোগ পাচ্ছে। আবার কেউ কেউ স্বল্প মূল্য নিত্য পণ্য কিনতে না পেরে খালি হাতে বাড়িতে ফিরে যাচ্ছে। সাতক্ষীরা শহরের পুরাতন কোট মসজিদের সামনে টিসিবির ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে এ চিত্র লক্ষ্য করা গেছে।
এর আগে বুধবার (৫ মার্চ) থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরায় শুরু হয়েছে ৫টি পয়েন্টে সাশ্রয় মূল্য টিসিবির পণ্য বিক্রি।
সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক ও স্টেডিয়াম গেটের সামনে কয়েকশ নারী পুরুষকে টিসিবির পণ্য কেনার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে টিসিবির পণ্যবাহী ট্রাকের দেখা না পেয়ে অনেকই বাড়ি ফিরে গেছে। তবে দুপুরের দিকে শহরের পুরাতন কোট মসজিদের সামনে টিসিবির পণ্যবাহী ট্রাকের পিছনে মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। প্রতিটি বিক্রয় কেন্দ্র থেকে প্রতি প্যাকেট ৪৫০ টাকা দরে ৪০০ প্যাকেট বিক্রির সুযোগ রয়েছে। ওই কেন্দ্রে প্রায় হাজার খানেক মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সাতক্ষীরা শহরের পাঁচটি পয়েন্ট থেকে ৪৫০ টাকা দরে প্রতিদিন দুই হাজার প্যাকেট নিত্য পণ্য বিক্রির বিধান রাখা হয়েছে। প্রতিটি প্যাকেট রয়েছে দুই লিটার সোয়াবিন তেল, ২ কেজি ডাল, ১ কেজি ছোলা ও এক কেজি চিনির মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা। এসব পণ্যের বাজার মূল্য ৮০০ টাকার বেশি বলে জানা গেছে।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট (এনডিসি) প্রণয় বিশ্বাস জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের জন্য রমজান উপলক্ষে জেলা প্রশাসনর তত্ত্বাবধানে সাশ্রয় মূল্য প্রতিদিন শহরের ভিন্ন ভিন্ন পাঁচটি পয়েন্টে দুই হাজার প্যাকেট টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়েছে। যা চলবে আগামী ২৪ মার্চ পর্যন্ত।
