মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জড়িতদের শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয় জনতা।
শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজ শেষে কয়েকশ মানুষ জড়ো হয়ে থানার সামনে গিয়ে বিক্ষোভ করেন। থানার ভেতর প্রবেশের চেষ্টা করেন বিক্ষুব্ধ জনতা। ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দেন।
এর আগে, বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ৮ বছরের শিশুটি ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় শিশুটির বোনের জামাই সজিব শেখ (১৮) ও শ্বশুর হিটু শেখকে (৪৭) আটক করা হয়েছে।
শিশুটির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার (৭ মার্চ) সকালে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।
শিশুটির মামাতো ভাই জানান, শিশুটিকে এখনো সে অচেতন অবস্থায় আছে। তাকে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) রাখা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা আরও খারাপ হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হবে।
মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, শিশুটি এখনো ঢাকায় চিকিৎসাধীন আছে। তারা নিয়মিত শিশুটির চিকিৎসার খোঁজ রাখছেন।
এছাড়া পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে শিশুটির বোনের জামাই সজিব শেখ (১৮) ও শ্বশুর হিটু শেখকে (৪৭) আটক করা হয়েছে। শিশুটির বোনের জামাই সজিব শেখের কথায় বেশ অসংলগ্নতা পাওয়া গেছে। বাবা-ছেলে দুজনকেই জিজ্ঞাসাবাদ চলছে।
মাগুরায় ৮ বছরের শিশুকে ধর্ষণ, আইসিইউতে ভর্তি