ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শৈলকূপায় লোকালয়ে ধরা পড়েছে বিশালাকার কুমির

আপডেট : ১৩ মার্চ ২০২৫, ০৫:৫০ পিএম

ঝিনাইদহের শৈলকূপায় গড়াই নদীতে একাধিক কুমির ভেসে উঠতে দেখার কথা বলছিলেন স্থানীয় বাসিন্দারা, তার মধ্যে এক‌টি ধরা পড়েছে। বুধবার (১২ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার গড়াই নদী পাড়ের সুবিদ্দা গোবিন্দপুর গ্রামে ধরা পড়ে কুমিরটি। 

এলাকাবাসী জানান, কুমিটি গড়াই নদীর পাড়ে উঠে গোবিন্দপুর গ্রামের খিলাফত মেম্বারের বাড়ির দিকে যাচ্ছিল। সে সময় স্থানীয়রা কুমিরটিকে দেখতে পায়। এরপর মাছ ধরা জাল দিয়ে কুমিরটিকে ঘেরাও করে ধরে ফেলে তারা। পরে কুমিরটিকে মজবুত করে বেঁধে এলাকায় আনন্দ মিছিল করে এলাকাবাসী।

ওই গ্রামের বাসিন্দা ডেভিড মিয়া জানান, দীর্ঘ প্রায় দুই মাস ধরে আমরা গড়াই নদী পাড়ের মানুষ কুমির আতঙ্কে ছিলাম। কুমিরটা প্রায় ৮ থেকে ১০ ফুট লম্বা হবে। তবে আরও কমপক্ষে দুইটা কুমির আছে বলে ধারণা দেন তিনি।

শৈলকূপা বন বিভাগের কর্মকর্তা মোকলেসুর রহমান জানান, কুমিরটি এলাকাবাসী ধরে প্রথমে খুলমবাড়িয়া স্কুল মাঠে রাখে। তারপর ভ্যানে করে শৈলকূপা থানায় নিয়ে আসে। আমরা কুমিরটিকে জাল দিয়ে ও দড়ি দিয়ে বাধা অবস্থায় পাই। রাতেই খুলনা বন বিভাগের কর্মকর্তারা এসে কুমিরটি নিয়ে যায়।

RA/NC
আরও পড়ুন