ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরায় জেলা প্রশাসকের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৫১ পিএম

সাতক্ষীরায় নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ এর বর্ষবরণ অনুষ্ঠান। প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নববর্ষ পালিত হচ্ছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৭টা ১০ মিনিটে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদের নেতৃত্বে কার্যালয় থেকে নববর্ষের আনন্দ শোভাযাত্রার বিশাল র‌্যালি বের হয়। এই শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে শেষ হয়। এখানে ফিতা কেটে নতুন বছরের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার । 

এই শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, ডাক্তার আবুল কালাম বাবলা, স্কুল-কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী শিক্ষকসহ সর্বস্তরের জনতা অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মুস্তাক আহমেদ জানান, আজ সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নববর্ষ উদযাপন করা হবে। বাঙালির ঐতিহ্য ধরে রাখতে হবে। 

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, সাতক্ষীরায় ৮টি থানার পুলিশ বিভিন্ন পর্যায়ে নিরাপত্তা দিচ্ছে, নতুন বছরের আনন্দ সবার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

AA/AHA
আরও পড়ুন