ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশের মানুষ ইসলামের বিরুদ্ধে কোনো আইন মেনে নেবে না 

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পিএম

‘এই বাংলাদেশে কোরআনের সরাসরি বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, ইসলামের ঐতিহ্য ও সাংস্কৃতির বিরুদ্ধে সে নারী অধিকার হোক অথবা পুরুষ অধিকার হোক এ রকম আইন বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আমরা আপনাদের ডিস্টার্ব করবো না’- কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য সমাবেশে এমন মন্তব্য করেছেন জেলা জামায়াতের আমির মওলানা আবুল হাশেম।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে শহরের পাবলিক লাইব্রেরি মাঠে শহর জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় জেলা আমির আরও বলেন, জামায়াত এমন এক সমাজ প্রতিষ্ঠার জন্য আপোষহীন যে সমাজে জনগণ হবেন চরিত্রবান ও সমাজ হবে ইনসাফপূর্ণ। কুরআন-সুন্নাহ'র পরিপন্থী যেগুলো সেগুলোর বিরোধীতা করছি। তাই এই সরকারকে বলবো ওই কমিশনের রিপোর্ট থেকে এই গুলো ডিলিট করুন।

অনুষ্ঠানে শহর জামায়াতের আমির এনামুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার প্রমুখ সহ অন্যান্যরা।

এসময় দলটির বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা অংশ নেয়।

MMS
আরও পড়ুন