ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আলমডাঙ্গায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৫ মে ২০২৫, ০৯:২৩ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার লক্ষীপুর থেকে ডাকাতি প্রস্তুতি কালে দেশী- বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ৬ আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১টি ওয়ান শুটার গান, ২ রাউন্ড গুলি, ২টি চাইনিজ কুড়াল, ১টি ওয়াকিটকি, পুলিশ জ্যাকেট,তালা কাঁটার যন্ত্র, ইয়াবা ও ১টি  মাইক্রোবাস উদ্ধার করা হয়।

সোমবার (৫ মে) বিকাল সাড়ে ৩টায় পুলিশ মিডিয়া সেল থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আলমডাঙ্গার লক্ষীপুর বাজারে আব্দুর রাজ্জাকের তেলের দোকানের সামনে অস্ত্রসস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে মাইক্রোবাসসহ অবস্থান করছে। আলমডাঙ্গা থানা পুলিশ রোববার রাত সাড় ৩টার সময় মাইক্রোবাসটি ঘিরে ফেলে। মাইক্রোবাসের ভিতরে থাকা সস্ত্রাসীরা নিজেদেরকে প্রাথমিকভাবে ডিবি পুলিশ পরিচয় দেয়। তাদের পরিচয় সন্দেহজনক হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাইক্রোবাসে থাকা সন্ত্রাসীরা পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করে। এ সময় পুলিশ মাইক্রোবাসসহ ৬ ডাকাতকে আটক করে। 

 আটককৃতরা হলো রুবেল রানা (২৯), আজিজুর মন্ডল (৩৬), শিলন মোল্লা (২১),  মিঠু (৩০), মনিরুল ইসলাম (৪০) ও  মারুফ শেখ (২০)। এদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানার মামলা রুজু করা হয়েছে।

FJ
আরও পড়ুন