খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী কালা তুহিনসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। এ সময়ে তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৬ মে) রাতে বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গ্রেনেড বাবুর সহযোগী কালা তুহিন, আহসান ও হাবিব।
অভিযানে নেতৃত্ব দেওয়া মেজর দেবাশীষ বলেন, গোপন সংবাদে জানা যায় বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী বাজার থেকে একটু ভেতরে নির্জন জায়গায় কয়েকজন সন্ত্রাসী কার্যক্রম করার জন্য অবস্থান করছেন। এ সময় পুলিশের সহযোগিতায় সেখানে অভিযান চালানো হয়। যৌথবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা সেখান থেকে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
পরে ঘটনাস্থল থেকে গ্রেনড বাবুর অন্যতম সহযোগীসহ তিনজনকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে একটি রিভলবর, একটি ওয়ান শুটার গান, ১৭ বোতল বিদেশি মদ, দেড় কেজি গান পাউডার, কিছু দেশীয় অস্ত্র, ২টি মোটরসাইকেল ও ১০টি মোবাইল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে খুলনা থানাসহ বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। তাদের বটিয়াঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।