সাতক্ষীরা সীমান্তে ২৩ বাংলাভাষীকে পুশ-ইন করেছে বিএসএফ

আপডেট : ২৭ মে ২০২৫, ০৭:০৪ পিএম

সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জন বাংলাভাষীকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২৭ মে) ভোর রাতের কোন এক সময়ে তাদেরকে পুশ-ইন করা হয়।

বিজিবি কুশখালী বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ২৩ জনের মধ্যে ৭ জন নারী ও ৭ পুরুষ এবং ৯ জন শিশু রয়েছে। সীমান্ত থেকে আজ মঙ্গলবার (২৭ মে)  সকালে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় বিজিবি জওয়ানরা তাদেরকে কুশখালী বিজিবি ক্যাম্পে হেফাজতে রাখে। পরে তাদের ৩৩ বিজিবি ব্যাটলিয়ানে পাঠানো হয়।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের আওতাধীন কুশখালী বিওপির একটি প্রতিনিধি দল ভারতীয় বিএসএফ কৈজুরী ক্যাম্পের বিষয়টি নিয়ে কথা বলে বললেও কোন সুরাহা হয়নি। 

পরে বিকেল সাড়ে তিনটার দিকে বিজিবি তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, পুশ-ইন ২৩ নারী পুরুষ শিশু বাংলাদেশী নাগরিকদের প্রত্যেককে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

AA/FJ
আরও পড়ুন