ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরায় রেললাইন প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৯:০৪ পিএম

যশোরের নাভারণ থেকে সাতক্ষীরার মুন্সিগঞ্জ পর্যন্ত রেললাইন প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন সর্বস্তরের জনগণ। মঙ্গলবার (৩ মে) বেলা বারোটায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।   

রেললাইন আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মোহাম্মদ ওসমান আলী সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহম্মেদ চিশতি, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শহর জামায়াতের নায়েবে আমীর ও সাবেক কাউন্সিলর ফখরুল ইসলাম লাভলু, শহর জামায়াতের সেক্রেটারি মো. খোরশেদ আলম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের জেলা সহ-সভাপতি আবু সাইদ বিশ্বাস, পাবলিক লাইব্রেরির সেক্রেটারি কামরুজ্জামান রাসেল, জাগপার কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, রেল আন্দোলন সাতক্ষীরার উপদেষ্টা মো. আব্দুর রহিম, রেল আন্দোলনের সাদিকুর রহমান, নাজমুল হোসেন রনি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শারাফাত হোসেন, সংগঠক আল ইমরান ইমু, মো. নুরুন্নবী, আব্দুল্লাহ আল মাসুদ, মুজাহিদ বিন ফিরোজ, নাঈম হোসেন প্রমুখ।

মানববন্ধন বক্তারা বলোন, একনেকে অনুমোদনকৃত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পটির ফাইল বর্তমানে রেল মন্ত্রণালয় আটকে রয়েছে। আমরা দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের দাবি জানাচ্ছি। প্রকল্পটি বাস্তবায়ন হলে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে তেমনি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন পর্যটক বাড়বে। কারণ এই জেলার মধ্য দিয়েই সড়কপথে সুন্দরবন দেখা যায়। 

বক্তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে রোলপথ থেকে বঞ্চিত সাতক্ষীরাবাসীর ন্যায্য দাবি পূরণে সরকার আজও কার্যকর কোন উদ্যোগ নেয়নি। বক্তারা এ সময় ২০ কর্মদিবসের আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ২৩ জুনর মধ্যে রেলপথ বাস্তবায়ন দশ্যমান অগ্রগতি না হলে, বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে। 

মানববন্ধন শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

AA/FJ
আরও পড়ুন