ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পুশ ইন-চামড়া পাচার রোধে যশোর সীমান্তে সতর্ক অবস্থান বিজিবি’র

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৮:০৫ পিএম

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে যশোর ও শার্শা  সীমান্তে বিএসএফের ঠেলে দেওয়া পুশ ইন, চোরাচালান, এবং চামড়া পাচার  রোধসহ ঈদ পরবর্তী যেকোন প্রকারের সীমান্ত অপরাধ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। 

এবিষয়ে শুক্রবার (৬ জুন) সকাল ১২  টার সময় যশোরের বেনাপোল বিজিবি কোম্পানি সদরে সংবাদ সম্মেলন করেছে বিজিবি।

সংবাদ সম্মেলনে যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন,  ঈদুল আজহা উপলক্ষে দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু মজুদ রয়েছে। পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গরু বাংলাদেশে প্রবেশ করে দেশীয় খামারিরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য, বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে  ও টহল জোরদার করা হয়েছে।

একইভাবে কোরবানী পরবর্তী সময়ে কোরবানীর পশুর চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে, সেজন্যও সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি। 

এছাড়াও পুশ-ইনসহ সকল অবৈধ গমনাগমন বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে সকল ধরনের অপরাধ সংক্রান্ত বিষয় নিয়ে বিএসএফের সাথে দফায় দফায় সীমান্ত সম্মেলন করছে বিজিবি। যাতে তারা পুশইনের নামে মানুষ ঠেলে দেওয়া বন্ধ করে। মাদক চোরাচালানের বন্ধে ও  সতর্কতামূলক অবস্থায় রয়েছে বিজিবি। সীমান্তের সব ধরনের অপরাধ দমনে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান বিজিবির এ অধিনায়ক।

FJ
আরও পড়ুন