ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সাতক্ষীরা সীমান্তে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

আপডেট : ২২ জুন ২০২৫, ০৫:০৩ পিএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সাতক্ষীরার কুশখালী ও কৈখালী সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে। শনিবার (২১ জুন) বিকেলে ও সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে জেলার কুশখালী সীমান্ত দিয়ে ১৪জন ও কৈখালী সীমান্ত দিয়ে ৪ জনকে হস্তান্তর করা হয়। রাতে তাঁদের সাতক্ষীরা সদর থানা ও শ্যামনগর থানায় সোপর্দ করে বিজিবি।

রোববার (২২ জুন) দুপুরে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের প্রেস উইং কর্মকর্তা মিলন হোসেন জানান, বিএসএফের হস্তান্তর করা ১৪ জনের বাড়ি ঢাকা, সাতক্ষীরা, খুলনা, গাজীপুর ও গোপালগঞ্জ জেলায়। তারা বাংলাদেশের নাগরিক হওয়ায় আন্তর্জাতিক আইন মেনে তাদের বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, শনিবার রোববার (২১ জুন) রাত ৯টার দিকে তাদের থানায় হস্তান্তর করা হয়। তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। যাচাই বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

এদিকে, কৈখালী সীমান্ত দিয়ে হস্তান্তরকৃতরা হলেন, সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গদাইপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে মো. নুর আলম (৩৬), তার স্ত্রী আয়েশা খাতুন (২৬) এবং তাদের দুই কন্যা লাবিবা খাতুন (৬) ও লামিয়া খাতুন (১৬ মাস)।

এদের মধ্যে নুর আলম জানান, আড়াই বছর আগে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সাতক্ষীরার ভোমরা সীমান্ড দিয়ে চিকিৎসার জন্য ভারতের কেরালা শহরে যান তারা। চিকিৎসা দীর্ঘ মেয়াদী হওয়ায় তিনি পরিবার নিয়ে সেখানেই ছিলেন। এসময় তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা সেখানে অবৈধ হয়ে অধিবাসী হয়ে যায়। পরে তারা অবৈধ পথে বাংলাদেশের প্রবেশের জন্য সীমান্ত এলাকায় এসে অবস্থান নেন। এসময় বিএসএফ তাদের আটক করে। 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, নাগরিকত্ব যাচাই-বাছাই করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

AA/AHA
আরও পড়ুন