সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২টি এয়ারগানসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ জুলাই) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমানের নেতৃত্বে এসআই (নি.) তাপস কুমার ঘোষাল সঙ্গীয় ফোর্স এবং সেনাবাহিনীর টহল দলের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে কালিগঞ্জ উপজেলার ৫নং কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের শেখ রেজাউল কবির (৪৭), পিতামৃত আবুল শেখ-এর বাড়ি থেকে একটি এয়ারগানসহ তাকে গ্রেপ্তার করে।
অপরদিকে কৃষ্ণনগর গ্রামে অপর পলাতক আসামি লেয়াকত হোসেন (৫০), পিতা ইছামউদ্দিন-এর বাড়ি থেকে আরও একটি এয়ারগান উদ্ধার করা কিন্তু পুলিশ লিয়াকত হোসেনকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ গ্রেপ্তারকৃত শেখ রেজাউল কবিরের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৫বি(১)(খ) ধারায় একটি মামলা (নং-০২, তারিখ- ০৪/০৭/২০২৫) দায়ের করেছে।
পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
