ঢাকা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৩

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:২৬ পিএম

সাতক্ষীরার কালিগঞ্জে বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে পরিবারের তিন সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখমের পর অস্ত্রের মুখে জিম্মি করে ৯ ভরি সোনার গহনা ও ২২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।  শুক্রবার (৪ জুলাই) গভীর রাতে  কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রামনগর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। জখম হওয়া পরিবারের সদস্যদের আজ শনিবার (৫ জুলাই) সকালে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

কালিগঞ্জ উপজেলার রামনগর গ্রামের সীতানাথ কর্মকারের ছেলে মধুসুধন কর্মকার জানান, শুক্রবার রাত  রাত ২টার দিকে বারান্দার গেটের তালা ভেঙে  ৫ থেকে ৬ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত (বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্য) ঘরে ঢুকে পড়ে। 

তিনি চিৎকার করলে ডাকাত দলের সদস্যরা তার বাম হাতের দুটি স্থানে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করা হয়। স্ত্রী সরস্বতী তাকে রক্ষায় এগিয়ে এলে তার বাম হাতে লোহার রড দিয়ে আঘাত করে হাড় ভেঙে দেওয়া হয়। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে শোকেসের তালা ভেঙে কাপড়ের মধ্যে লুকিয়ে রাখা মেয়ে তাপসী ও স্ত্রী সরস্বতীর ৯ ভরি ওজনের সোনার গহনা ২২ হাজার টাকা নিয়ে ডাকাত দল চলে যায়।

এরপর রাত ৩ টার দিকে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হারুণ অর রশিদসহ একদল পুলিশ আসে। পুলিশ ডাকাত দলের ফেলে যাওয়া একটি মানি ব্যাগ ও এক জোড়া চটি জুতা উদ্ধার করে। মানি ব্যাগের মধ্য একটি মোবাইল সিম ও  মাছ বিক্রির কয়েকটি রিসিট ছিল।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, তিনি ছুটিতে রয়েছেন। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  ডাকাতি না চুরি সে সম্পর্কে কোন মন্তব্য না করেই তিনি বলেন লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

MMS
আরও পড়ুন