ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যথাযাগ্য মর্যাদায় ‘জুলাই অভ্যুত্থান দিবস’ পালনে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৮:৪৯ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযাগ্য মর্যাদায় পালনের নিমিত্তে সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ জুলাই মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
 
সভায় বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস, সিভিল সার্জেন্ট ডাক্তার আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন ও মুখপাত্র মাহিনী তাবাসসুম প্রমুখ।

সভায় ১৪ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচিগুলো হলো- ১৪ জুলাই ওমেন্স ডে পালন ও জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন, ১৬ জুলাই যিনি প্রাণ হারিয়েছেন, সেই  স্থানে স্ট্রিট মেমারি স্টাম্প স্থাপন,  ১৮ জুলাই প্রতিকী ম্যারাথন , যাতে আহত ও শহীদদের পরিবার ম্যারাথনর অগ্রভাগে থাকবে, ১৯ জুলাই শহীদদের স্মরণ সংখ্যা অনুযায়ী গাছ রোপন, ২১ জুলাই মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জুলাইয়ের স্মরণ অনুষ্ঠান ও দোয়া মাহফিল, ২৪ জুলাই শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই কেন্দ্রিক কবিতা আবৃতিসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতামূলক কর্মসূচি গ্রহণ, মাধ্যমিক বিদ্যালয়ে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযাগিতা, ২৮ জুলাই রক্তদান কর্মসূচি ও মেডিক্যাল ক্যাম্প স্থাপন, ৩১ জুলাই কলেজে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অনুষ্ঠান, ৩৪ জুলাই ‘জুলাই নিয়ে চলচ্চিত্র প্রদর্শন, ৩৫ জুলাই ডিসি অফিসে জুলাই সম্মুখসারির যোদ্ধাদের নিয়ে সমাগম অনুষ্ঠান ও ৩৬ জুলাই সকালে জুলাই স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সদস্যদের সম্মিলিত আয়োজনে ও পরে ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনার আয়োজন।

সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জানান, সরকার ঘোষিত জুলাই বিপ্লবের প্রতিটি কর্মসূচি যথাযথভাবে পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

MMS
আরও পড়ুন