সাতক্ষীরার সদর উপজেলার জোড়দিয়ায় তেতুল গাছের সাথে ঝুলন্ত নরসুন্দর দেবাশীষ বিশ্বস (৫২) ও শহরের মুন্সিপাড়ার ভাড়াবাড়িতে ফ্যানের সাথে ঝুলন্ত গৃহবধু কৃষ্ণা মণ্ডল(২৭)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত দুইজনের পরিবারের বরাতে সাতক্ষীরা থানার সাব ইন্সপেক্টর (এসআই) ইসমাইল হোসেন জানান, সাতক্ষীরার সদর উপজেলার পৃথক দুই স্থানে দুই ঘটনায় তেতুল গাছের সাথে ঝুলন্ত নরসুন্দর ও ঘরের মধ্যে ফ্যানের সাথে ঝুলন্ত গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরিবারের সদস্যরা পুলিশকে জানায়, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বাড়ির সন্নিকটস্থ তেতুল গাছ থেকে গলায় দড়ি দেওয়া নরসুন্দর দেবাশীষ বিশ্বস (৫২)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা। তিনি জোড়দিয়ার কার্তিক বিশ্বাসের ছেলে।
স্থানীয় ফিংড়ী ইউনিয়ন পরিষদ সদস্য আবু সালেক জানান, দেবাশীষ কিছুদিন ধরে অসুস্থ বোধ করছিলেন।
এদিকে বিকেলে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ার ভাড়া বাড়িতে ঘরের মধ্যে ফ্যানের সাথে ঝুলন্ত কৃষ্ণা মণ্ডল নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যরা এখনও এ ব্যাপারে মুখ খোলেনি। তবে কৃষ্ণা মণ্ডলের বাবার বাড়ির সদস্যদের দাবি এটি অধিকতর তদন্ত দরকার তাহলে এটি হত্যা না আত্মহত্যা তা বেরিয়ে আসবে।
এসআই ইসমাইল হোসেন বলেন, কৃষ্ণার মরদেহ সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে। কৃষ্ণার স্বামী মাস্টার সাধন সরকার এখনও পর্যন্ত কৃষ্ণার ঝুলন্ত মরদেহ ও মৃত্যুর ঘটনা নিয়ে মুখ খোলেনি।
উভয় ঘটনায় ময়না তদন্তের প্রতিবেদন ও অধিকতর তদন্তে উভয়ের মৃত্যুর কারণ কী তা পরে বলা যাবে।
