ঢাকা
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বেনাপোল থেকে ৩০ লক্ষ টাকার যৌন উত্তেজক ট্যাবলেট আটক

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০১:৪৯ পিএম

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির বেনাপোল ক্যাম্পের সদস্যরা প্রায় ১০ হাজার পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৩ টার দিকে এসব ট্যাবলেট এর চালানটি আটক করা হয়। বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট এনে বেনাপোলের বড় আঁচড়া বটতলা মোড়ে মজুদ করছিল-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় Super Vidalista নামক যৌন উত্তেজক ট্যাবলেটের ৯ হাজার ৮০০ পিস মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। উদ্ধারকৃত পথ্যের আনুমানিক বাজার মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

NJ
আরও পড়ুন