ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মেহেরপুর পৌরসভা নির্মাণের ৪ বছরেও চালু হয়নি পয়ঃবর্জ্য পরিশোধনাগার

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৬:১১ পিএম

মেহেরপুর পৌরসভার বর্জ্যকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশবান্ধব করার লক্ষ্যে তৃতীয় নগর উন্নয়ন প্রকল্পের অধীনে ২ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্যানিটারি ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারটি এখনো আলোর মুখ দেখেনি।

২০২১ সালে উদ্বোধনের পর ৪ বছর পার হলেও অবকাঠামগত ত্রুটি, অর্থ ও জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে এটি। ফলে শহরে যত্রতত্র পচনশীল আবর্জনা পড়ে থাকায় বিপাকে পড়েছে পৌরবাসী।

পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হুমায়ন জানান, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা স্তূপ পড়ে থাকে এবং সেখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হয়। 

অনুরূপ অভিযোগ করে অপর বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, শহরের যেখানে-সেখানে প্রধান সড়কের পাশে আবর্জনা পড়ে থাকায় চলাচলে সমস্যা হয়। বিভিন্ন সময়ে পৌর কর্তৃপক্ষকে জানালেও কোনো কাজ হয়নি। দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি চালুর দাবি তাদের।

পরিবেশকর্মী এনামুল আজিম বলেন, শহরে বসবাসের পরিবেশ রক্ষায় দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি চালু করতে হবে।অন্যথায় এ শহর বসবাসের অযোগ্য হয়ে পড়বে।

মেহেরপুর পৌর সভা সমাজ উন্নয়ন কর্মকর্তা জাহিদুল হক জানান, নির্মাণের সময় অবকাঠামোগত ত্রুটি এবং পরে তা সংশোধন না করার ফলেই মুখ থুবড়ে পড়েছে প্রতিষ্ঠানটি।

মেহেরপুর পৌরসভা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, পৌর কর্তৃপক্ষ স্যানিটারি ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারকে নিয়ে নতুন করে পরিকল্পনা গ্রহণ করেছে। অর্থ বরাদ্দ পেলে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রটি চালু করা সম্ভব।

পৌরসভার বর্জ্যকে ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশবান্ধব করতে শহরের অপচনশীল বর্জ্যকে পুনর্ব্যবহার ও পচনশীল বর্জ্য ব্যবহার করে পরিবেশবান্ধব সার তৈরির লক্ষ্যে স্যানিটারি ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য পরিশোধনাগারটি স্থাপন করা হয়। 

NJ
আরও পড়ুন