সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী এলাকায় চলমান রাস্তার উন্নয়নকাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ইট খুঁড়ে কাজ শুরু করা হলেও দীর্ঘদিন ধরে তা অসমাপ্ত রাখায় চলাচলের একমাত্র পথটি এখন পরিণত হয়েছে মরণফাঁদে।
শুক্রবার (৮ আগস্ট) সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার ওপর ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা ইট, পাশে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। বৃষ্টির পানিতে কাদা জমে চলাচল হয়ে উঠেছে দুর্বিষহ। ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এই ভাঙাচোরা পথে।
স্থানীয় গৃহবধূ নুরজাহান বলেন, রাস্তা দিয়ে হাঁটতে গেলেই পা ফসকে পড়ে যাচ্ছি। ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারে না ঠিকমতো। বর্ষার সময় অবস্থা আরও খারাপ হয়ে যায়। রাস্তার কাজ শুরু করে ফেলে রেখে গেছে, এখন দেখার কেউ নেই।

একই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, দিনদিন রাস্তা ধসে বড় গর্ত তৈরি হচ্ছে। রাতে অন্ধকারে মানুষ একের পর এক দুর্ঘটনার স্বীকার হচ্ছে। আমরা একাধিকবার পৌরসভার কর্তৃপক্ষের কাছে বলেছি। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরার উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মাসরুবা ফেরদৌস বলেন, সম্প্রতি টানা বৃষ্টির কারণে কুখরালী এলাকার রাস্তার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় কাজ শুরু হবে। আমরা বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রেখেছি।
তিনি আরো বলেন, এলাকাবাসীর কষ্ট লাঘবে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ভোগান্তিতে অতিষ্ঠ এলাকাবাসী দ্রুত রাস্তার কাজ শেষ করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
