বাগেরহাটে চলছে টানা ৪৮ ঘণ্টার হরতাল 

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

বাগেরহাটে ৩টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার প্রতিবাদে টানা ৪৮ ঘণ্টার হরতাল চলছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা এই হরতাল চলবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত।

হরতালের কারণে দূরপাল্লার ১৬টি অভ্যন্তরীণ রুটসহ জেলার সব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি হরতাল সমর্থনে অধিকাংশ দোকানপাটও বন্ধ রাখা হয়েছে।

আজ সকালে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দশানীর মোড়, খান জাহান আলী মাজার মোড়, মুনিগঞ্জ সেতু ও দরটানা টোলপ্লাজায় গিয়ে দেখা যায়, যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকলেও কোনো বাস আসছে না। স্বাভাবিক যান চলাচল না থাকায় মানুষকে ইজিবাইক, রিকশা ও ভ্যানে দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানও বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে।


অফিসগামী যাত্রী রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সকালে কাজে যাওয়ার জন্য বের হয়েছি। কিন্তু কোনো বাস নেই। সাধারণত ইজিবাইকে ভাড়া লাগে ২০ টাকা, আজ দিতে হলো ৫০ টাকা। প্রতিদিন যদি এভাবে বাড়তি খরচ হয় তাহলে চলা কঠিন হয়ে যাবে।

হকার শেখ হৃদয় আহমেদ বলেন, হরতালের কারণে সকাল থেকে আমরা রাস্তায় বসতে পারছি না। দোকানপাট বন্ধ, মানুষের চলাফেরা কম। এতে আমাদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের পরিবার চালানো কঠিন হয়ে পড়ছে।

এদিকে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়, জেলা নির্বাচন অফিস, জজ আদালত ও কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা লক্ষ্য করা গেছে।


হরতাল প্রসঙ্গে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহার জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস বলেন, বাগেরহাট থেকে একটি আসন কমানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণের স্বার্থেই আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। এ আন্দোলন বাগেরহাটবাসীর অধিকার রক্ষার আন্দোলন।

NJ
আরও পড়ুন