নড়াইলের বাঁশবোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের ভাঙুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নড়াইলের লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫), যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক আবু জাফর।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম।
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে একটি বাঁশবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে বাঁশ ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান যাত্রী আক্তার হোসেন। গুরুতর আহত হন আবু জাফর ও এসআই নিক্কন আঢ্য।
আহতদের প্রথমে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আবু জাফর মারা যান। পরে এসআই নিক্কন আঢ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলেও অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিবচরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
সিলেটের ডিসি সারওয়ার আলমকে শোকজ