সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে মেহেদী হাসান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা যায়, মেহেদী হাসান সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অফিস-আদালত থেকে শুরু করে মানুষের নিকট থেকে চাঁদা আদায় করে আসছিল। কিন্তু শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার সময় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পৌর সদরের মহাসিন কলেজের সামনে স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আটক মেহেদী হাসান (২৭) শ্যামনগর উপজেলার খাসকাটা আবাদচন্ডিপুর গ্রামের এবাদুল মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোয়ালিয়া গ্রামের ইজিবাইক মিস্ত্রী সাব্বির হোসেন সজিবকে ২০ হাজার টাকার জন্য চাপ দিচ্ছিলেন মেহেদী হাসান। একপর্যায়ে সজিব তাকে টাকা নেওয়ার জন্য আসতে বলেন। গতকাল বিকেলে টাকা নিতে আসলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
ইজিবাইক মিস্ত্রী সাব্বির হোসেন সজিব দৈনিক খবর সংযোগকে জানান, ইতোপূর্বে তাকে ব্লাকমেইলিং করে ১০ হাজার টাকা আদায় করেছিল মেহেদী ও সাগর। আমার বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ এনে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে আরও ২০ হাজার টাকা দাবি করে। আজ টাকা নিতে আসলে স্থানীয়রা তাকে ধরে পুলিশে দেয়।
স্বেচ্ছাসেবক দলের কর্মী গোলাম মোস্তফা জানান, আমার এক বন্ধুকে পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন ধাপে ২২ হাজার টাকা নিয়েছে।
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির জানান, মেহেদী নামের ছেলেটি ২ বছর আগেও মোটরসাইকেল ভাড়া চালাতো। পুলিশের সোর্স হিসেবে কাজ করতো। হঠাৎ নামসর্বস্ব একটি অনলাইন মিডিয়া ডেইলি সাতক্ষীরা দিগন্ত খুলে সাংবাদিক পরিচয় দেয়। ভূইফোঁড়দের কারণে গোটা সাংবাদিক সমাজ এখন লজ্জিত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, মেহেদী হাসানের নেতৃত্বে ৭-৮ জনের একটি সংঘবদ্ধ চক্র শ্যামনগর উপজেলা ও সুন্দরবন এলাকায় সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করে বেড়ায়। সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মোটা অংকের চাঁদা আদায় করেন। এমনকি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও অতিষ্ঠ তার কারণে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ২০ হাজার টাকা চাঁদা নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। দৈনিক সাতক্ষীরা দিগন্ত নামের একটি অনলাইন খুলে সম্পাদক সেজেছেন। সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে বেড়ায় এমন অভিযোগ দিচ্ছেন অনেকেই। সাব্বির হোসেন নামের একজন চাঁদাবাজির বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খেলনা পিস্তল দিয়ে চাঁদাবাজি, পুলিশ সদস্যসহ আটক ২
রাজধানীতে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজি