চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়িতে পানিতে ডুবে রাকিব (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বেলা দেড়টার দিকে রাকিবকে পুকুর থেকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রাকিব চুয়াডাঙ্গা পৌর এলাকার এতিমখানাপাড়ার প্রবাসী সেলিমের ছেলে। তিনি স্থানীয় এম.এ.বারী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বেলা ১টার দিকে রাকিব ও তার কয়েকজন সহপাঠী পার্শ্ববর্তী সাতগাড়ি এলাকার হযরত আলীর পুকুরে গোসল করতে যায়। রাকিব সাঁতার না জানায় পানিতে ডুবে যায়। সহপাঠিদের মাধ্যমে এ খবর পান পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জেরিন জেসি বলেন, হাসপাতালে আসার আগেই রাকিবের মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।
দিনাজপুরে পানিতে ডুবে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু