ব্রাহ্মণবাড়িয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচি

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন জেলার সিভিল সার্জন ডাক্তার মো. নোমান মিয়া।
 
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শংকর কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন অফিসের এসআইএমও ডা. সুবল চন্দ্র সাহা, হেলথ সুপারিন্টেন্ড মো. মনিরুল ইসলাম প্রমুখ। 
কর্মসূচির প্রথম পর্যায়ে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ বছরের কম বয়সী ছেলে মেয়েদের টিকা দেওয়া হচ্ছে। পরে পর্যায়ক্রমে টিকাদান কেন্দ্রগুলোর মাধ্যমে টিকা দেওয়া হবে।
 
সিভিল সার্জন ডাক্তার মো. নোমান মিয়া জানান, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলায় টাইফয়েডের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এই কর্মসূচির আওতায় জেলায় ৯ বছর থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ১২ লাখ শিশু, কিশোর ও কিশোরীকে টিকা দেওয়া হবে। কেউ যাতে টিকাদান থেকে বাদ না যায়, সেজন্য জন্ম সনদ নেই এমন শিশুরাও টিকা পাবে।
NJ
আরও পড়ুন