সাতক্ষীরায় বর্ণিল আয়োজনে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে লেক ভিউ রাগবি সেভেন্স ট্রফি-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাবের আয়োজনে এ খেলার উদ্বোধন করা হয়।
জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমালের সভাপতিত্বে এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, তুফান কোম্পানী লিমিটেডের পরিচালক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সহসভাপতি আবু মোহাম্মদ সাজ্জাদ, সাধারণ সম্পাদক আখতার-উজ-জামান, এশিয়ান রাগবি কর্মকর্তা মাহফিজুল ইসলাম, বাংলাদেশ রাগবি ফেডারেশনের সদস্য সরোয়ার রাকিব, আশরাফ উদ্দিন আহমেদ ও সিরাজুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশ নেয় দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে সাতক্ষীরা জেলা দল বনাম গোপালগঞ্জ জেলা দল। দেশি-বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে বাংলাদেশের ৬টি জেলা- সাতক্ষীরা জেলা দল, মাগুরা জেলা, নড়াইল জেলা, নীলফামারী জেলা, গোপালগঞ্জ জেলা ও যশোর জেলা দল অংশ নিয়েছে।
খেলাটি উপভোগ করেন হাজার হাজার ক্রীড়াপ্রেমী দর্শক। অনেকদিন পর সাতক্ষীরা স্টেডিয়ামে ফুটবল খেলা অনুষ্ঠিত হওয়ায় ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, মুফাচ্ছিনুল ইসলাম তপু, মোহিনী তাবাচ্ছুম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, জেলা রাগবি ফেডারেশনের সহ-সভাপতি এডভোকেট মো. ওসমান আলী, সাধারণ সম্পাদক আল-ইমরান, লেকভিউ লিমিটেডের ডাইরেক্টর শেখ তাকরিম কালাম, শেখ তাওয়াফ কালাম, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য মো. আলতাপ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাখবি খেলার ধারাভাষ্যকার মো. আরিফ শাহাদাত আরমান আরমান।

উল্লেখ্য, আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা রাগবি ক্লাবের আয়োজনে লেকভিউ রাগবি সেভেন্স ট্রফি-২০২৫ এর খেলার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলে সাতক্ষীরা জেলা দলের জয়