পাথরঘাটায় প্রবাসীর জমি দখলচেষ্টার অভিযোগ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৩০ পিএম
‎বরগুনার পাথরঘাটায় চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা এলাকায় প্রবাসী ইব্রাহিমের জমি দখলের চেষ্টা ও হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় তোফাজ্জল হোসেন ওরফে মোজাম্মেলের বিরুদ্ধে।
 
শনিবার (২৫ অক্টোবর) সকালে পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন প্রবাসীর বাবা নুরুল ইসলাম।
‎তিনি জানান, ৩ বছর আগে তার ছেলে ৬ কাঠা জমি ক্রয় করে কাঁটাতারের বেড়া ও ঘের নির্মাণ করেন। গত ২৯ আগস্ট রাতে তোফাজ্জল ও তার স্ত্রী ওই বেড়া কেটে জমি দখলের চেষ্টা চালায়। এরপর থেকে তারা হুমকি দিচ্ছে এবং পূর্বেও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে বলে অভিযোগ করেন নুরুল ইসলাম।
 
‎গ্রাম পুলিশ রাজু চৌকিদার জানান, প্রবাসী ইব্রাহিমের বাবা জানিয়েছেন, তাদের জমির বেড়া কেটে ফেলা হয়েছে এবং পাশের গাছের ডাল তাদের জমিতে পড়ে রয়েছে, এতে তারা চাষাবাদে সমস্যায় পড়ছেন।
 
‎অভিযোগ অস্বীকার করে তোফাজ্জল হোসেন বলেন, আমি ঢাকায় ছিলাম, অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
NJ
আরও পড়ুন