ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আ. লীগের নাশকতার বিরুদ্ধে সাতক্ষীরায় এনসিপির অবস্থান কর্মসূচি

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
সাতক্ষীরা জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে আগুন এবং সারাদেশে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাতক্ষীরা জেলা শাখা।
 
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় শহরের আল-বারাকা শপিং সেন্টারের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
 
এনসিপির জেলার প্রধান সমন্বয়ক মো. কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- এনসিপি জেলা সার্চ কমিটির সদস্য সচিব মো. আব্দুল্লাহ ও এনসিপির প্রতিনিধি পলাশ হাসান, এনসিপির জেলা সদস্য শেখ আল ইমরান, মো. আব্দুস সবুর ও শেখ আরিফুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা জেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় সেখান উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ আমরা মেনে নেব না। আমরা সবসময় রাজপথে থেকে ফ্যাসিস্ট লীগের সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করবো। আওয়ামী লীগ নেত্রী ও তার নেতারা সব পালিয়েছে। আর তাদের কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। লাঠিসোটা হাত নিয়ে মাঠ থেকে তাদেরকে গণপিটুনি দিয়ে প্রতিহত করতে হবে।
 
বক্তারা এ সময় সাতক্ষীরায় জুলাই স্মৃতিস্তম্ভে যারা আগুন দিয়েছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান।
NJ
আরও পড়ুন