ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ছেলের হাতুড়ি পেটায় মায়ের মৃত্যু

আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০১:৩০ পিএম
ঝিনাইদহ সদর উপজেলার চুটলিয়া গ্রামে ছেলের হাতুড়ি পেটায় বিলকিস বেগম (৪০) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলে সাকিব হোসেন ওরফে লাদেনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নিহত বিলকিস ওই গ্রামের রাজমিন্ত্রী রেজাউল ইসলাম রেজার স্ত্রী। 
প্রতিবেশী যুবদল নেতা জুলফিক্কার আলী ভুট্টো জানান, গত ১০ নভেম্বর ছেলে লাদেন তার মা বিলকিস বেগমের কাছে ১০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হলে মাকে হাতুড়ি দিয়ে মাথায় ৮/১০টি আঘাত করে এবং ওড়না দিয়ে মায়ের গলা পেঁচিয়ে বাথরুমে আটকে রাখেন ছেলে। এরপর বাড়ি ভাঙচুর করা শুরু করেন।
 
পরে প্রতিবেশীরা এসে তার মাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল সন্ধ্যায় মারা যান বিলকিস বেগম। 
 
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
NJ
আরও পড়ুন