ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চুয়াডাঙ্গায় ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ এএম

হিমেল বাতাসে চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। মাত্র দুই দিনের ব্যবধানে কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাপমাত্রা কমে যাওয়ায় সকাল ও রাতে ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে, যার ফলে জনজীবনে প্রভাব পড়ছে এবং হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বেলা বাড়লেও সূর্যের তেমন উত্তাপ না থাকা, সকালজুড়ে ঘন কুয়াশা এবং উত্তর দিক থেকে বয়ে আসা কনকনে হিমেল বাতাসের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। কর্মজীবী মানুষ থেকে শুরু করে খেটে-খাওয়া মানুষেরা সবাই পড়ছেন চরম ভোগান্তিতে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, সকাল ৯টায় রেকর্ড করা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসই এ মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।

AHA
আরও পড়ুন