বিএনপির আইনবিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেছেন, দেশে একজনও যদি বিরোধী মতের থাকেন, তারও মত প্রকাশের স্বাধীনতা আছে।
তিনি বলেন, ‘ বাংলাদেশে জাতি-বর্ণ-ধর্ম নির্বিশেষে সবাই একসঙ্গে বসবাস করে। এ দেশে দল হিসেবে আমরা বিএনপি মনে করি, এখানে নাগরিক হিসেবে আমরা সবাই বাংলাদেশি। যে কারণে বাংলাদেশের অভ্যন্তরে সব জাতি-উপজাতি গোষ্ঠী কিংবা পাহাড়-সমতলের সবারই সমানভাবে মত প্রকাশের অধিকার রাখে। সেক্ষেত্রে একজনও যদি বিরোধী মতের থাকেন, তারও মত প্রকাশের স্বাধীনতা আছে।’
শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুর এলাকায় ‘ফ্রি মেডিকেল ক্যাম্পে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কায়সার কামাল বলেন, একজন মত প্রকাশে বাধাগ্রস্ত হলেও, বিষয়টি কোনোভাবে কাম্য নয়। আমাদের সংবিধানেও বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু সম্প্রতি ‘আদিবাসী শিক্ষার্থী-জনতার কর্মসূচিতে’ যে হামলার ঘটনা ঘটেছে, তা নিন্দনীয়। এটি কোনোভাবেই কাম্য নয়।
বিএনপির এ নেতা বলেন, আমরা চাই আর কোনো নিষ্প্রেষণমূলক ও জনস্বার্থবিরোধী রাজনীতি দেশে চলবে না। রাষ্ট্রের নীতিমালা নির্ধারণের ক্ষেত্রে সংখ্যালঘিষ্ঠ জাতি-ধর্ম-গোষ্ঠী-গোত্র-সম্প্রদায়কে অগ্রাধিকার দিতে হবে। তাহলেই প্রত্যাশিত ভেদাভেদহীন, বৈষম্যমুক্ত বাংলাদেশ রচিত হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নাজিরপুর ঈদগাহ মাঠে ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ অনুষ্ঠানটি ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সহযোগিতা করে। দিনব্যাপী এখানে কলমাকান্দা ও পাশের দুর্গাপুর থেকে অন্তত পাঁচ হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়। শিশু, স্ত্রীরোগ, হৃদ্রোগ, অর্থোপেডিক, মেডিসিন, চর্মরোগসহ বিভিন্ন রোগীদের স্বাস্থ্যসেবা দেন অন্তত ৪৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
