চার স্তরের নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া ঈদগাহ ময়দান

নিরাপত্তার স্বার্থে জামাতে টুপি, জায়নামাজ এবং মোবাইল ফোন ছাড়া অন্যকিছু সঙ্গে নিয়ে প্রবেশ করা যাবে না।

আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৪:৫৬ পিএম

চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় ১৯৮তম ঈদুল ফিতরের জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। মুসল্লিদের নিরাপত্তায় চার স্তরে কাজ করবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এবারও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে শোলাকিয়ায়। মোতায়েন থাকছে ৫ প্লাটুন বিজিবি। নিরাপত্তার স্বার্থে জামাতে টুপি, জায়নামাজ এবং মোবাইল ফোন ছাড়া অন্যকিছু সঙ্গে নিয়ে প্রবেশ করা যাবে না।

আয়োজকরা জানান, ঈদের দিন সকাল ১০টায় এ ময়দানে শুরু হবে ঈদুল ফিতরের জামাত। দীর্ঘ ১৫ বছর পর আবারও জামাতে ইমামতি করবেন, বিগত সরকারের আমলে ইমামতি হারানো ইমাম কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকছেন হয়বতনগর এ. ইউ. কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই। 

ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান,

শোলাকিয়া ঈদগাহ মাঠে আগত মুসল্লিদের সুবিধার্থে ঈদের দিন কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল ট্রেন চলাচল করবে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জানান, ময়দানকে লক্ষ্য করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ময়দানের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের এগারো’শ সদস্য ইউনিফর্ম ও সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। 

 

 

AA/br
আরও পড়ুন