ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বৈষম্যবিরোধীর পাঁচ নেতার ছাত্রদলে যোগদান

আপডেট : ২৫ মে ২০২৫, ০৯:১৩ পিএম

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা ছাত্রদলে যোগ দিয়েছেন। বিএনপির জেলা দলীয় কার্যালয়ে শনিবার (২৪ মে) রাত ৯টার দিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয় ঐ পাঁচ নেতাকে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ছাত্রদলে যোগ দেওয়া নেতারা হলেন- জেলা শাখার সংগঠক কাউসার হাসান, মহানগর কমিটির সহমুখপাত্র রিশাদুল আলম, সদস্য ফারদিন আলম, নামি আহমেদ ও বাঁধন রহমান।

ময়মনসিংহ নগরের নতুন বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শাকির আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম।

ছাত্রদলে যোগ দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের মহানগর কমিটির সহমুখপাত্র রিশাদুল আলম বলেন, আমরা দীর্ঘদিন ধরে জুলাই অভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করেছি। আমরা ভবিষ্যতেও মেধাভিত্তিক, তারুণ্যনির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয়ভাবে কাজ করে যাব।

ছাত্রদলে যোগ দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, আমি পূর্ব থেকে জাতীয়তাবাদী আদর্শ লালন করি এবং এর ভিত্তিতে নানা লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছি। কিন্তু আমার অনিচ্ছায় আমাকে ও অন্যদের বৈষম্যবিরোধী আন্দোলনে পদায়ন করা হয়। যার প্রেক্ষিতে আমরা পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছি।

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় বলেন, ছাত্রদলে যোগ দেওয়া ৫ জনকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়েছে।

ময়মনসিংহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেন, তারা আগেই পদত্যাগ করেছেন। যাদের যেখানে ভালো লাগে তারা সেখানেই যাবেন। আমাদের করার কিছু নেই। যে কোনো ব্যক্তি যে কোনো দল করতে পারবে। আমাদের বাধ্যবাধকতা নাই।

Raj/AHA
আরও পড়ুন