জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষা দেওয়া হয়নি ১৭ শিক্ষার্থীর। বেশ কয়েকটি গনমাধ্যমে এমন সংবাদ প্রচার হলে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।
শুক্রবার (২৭ জুন) সকাল থেকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৬ সদস্যের একটি দল জামালপুরের প্রশান্তি স্কুল এন্ড কলেজে গিয়ে বিষয়টি তদন্ত করে। এসময় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তদন্ত শেষে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার জানান- অনুমোদন ছাড়াই দীর্ঘদিন যাবত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে পাঠদান করে আসছিলো প্রশান্তি স্কুল ও কলেজ। তাই আজ থেকে প্রতিষ্ঠানটির প্রাথমিক ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন তারা।
এছাড়াও অভিযোগের সত্যতার পাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ও ১৭ শিক্ষার্থীর পরীক্ষার বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নিবে বলে জানান তিনি।
ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. কামাল হাসান বলেন, এই কলেজটির কোন অনুমোদন নেই। এই কলেজে ছাত্রছাত্রী ভর্তির কোন কার্যক্রম করতে পারে না। কলেজের অধ্যক্ষ তার দায়-দায়িত্ব পুরোটা স্বীকার করে নিয়েছে। আমরা প্রাথমিকভাবে কলেজটির শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের মহোদয়ের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
