ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১০

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:৩১ পিএম

কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে হিমেল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত হিমেল মিয়া ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি স্থানীয় যুবদল নেতা আলী আব্বাস রাজনের খালাতো ভাই এবং সংঘর্ষে আহত রাজীব মিয়ার বড় ভাই।

পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, জেলা যুবদলের সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আলী আব্বাস রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. এমদাদুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সপ্তাহে এ নিয়ে কয়েক দফা উত্তেজনার পর শুক্রবার তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে হিমেলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়। এ সময় গুলিবিদ্ধ হন রাজিবসহ আরও কয়েকজন। গুরুতর আহত অবস্থায় হিমেলকে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ নেওয়ার পথে তিনি মারা যান।

স্থানীয় ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। শুনেছি, আহত হিমেল ময়মনসিংহ নেওয়ার পথে মারা গেছেন।

কিশোরগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম জানান, ৫ আগস্টের পর থেকে রাজন ও এমদাদের মধ্যে নানা বিষয়ে বিরোধ চলছিল। এরই জেরে আজকের এই দুঃখজনক ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, আধিপত্য নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। শুনেছি একজন মারা গেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

DR/MMS
আরও পড়ুন