ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিয়েবাড়ির স্পিডবোট ডুবে শিশুসহ নিখোঁজ ৪ 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৮ পিএম

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদে বাল্কহেড (স্টিলের তৈরি মালবাহী নৌকা) ও জেলে নৌকার সঙ্গে বিয়েবাড়ির স্পিডবোটের সংষর্ষে ৪ জন নিখোঁজ হয়েছে। এছাড়া আহত হয়েছে ৩ জন। নিখোঁজদের মধ্যে ৩ জনই শিশু। 

শুক্রবার (১২ সেপ্টেম্ব) দুপুর ১টার দিকে গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খালিয়াজুরী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (এসিল্যান্ড) এম এ কাদের খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজরা হচ্ছেন- খালিয়াজুরীর আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা লাইলা (৭), মোফায়েলের মেয়ে ঊষামণি (৫), সামছু মিয়ার মেয়ে সামিয়া (১১) ও নবাব মিয়ার মেয়ে মোছা শিরিন (১৮)।

এছাড়া আহতরা হলেন- হেলিম মিয়ার স্ত্রী রোজিনা (৩০), মৃত মঞ্জিল মিয়ার ছেলে ছাত্তার (৬০) ও ছাত্তারের ছেলে জহিরুল ইসলাম (১৮)। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। 

গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ স্বাধীন জানান, আজ আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ে উপলক্ষে স্পিডবোটটি ভাড়া করে আনা হয়েছিল। এটিতে চড়ে বরসহ বরযাত্রীদের কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার মৃগা গ্রামে কনের বাড়িতে যাবার কথা ছিল। বরযাত্রীরা রওনা হবার আগ মুহুর্তে বিয়েবাড়ির ১০-১৫ জন উৎসুক নারী ও শিশু স্পিডবোটটি নিয়ে হাওরে ঘুরতে যান। এ সময় ধনু নদে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেড ও অপর একটি জেলে নৌকার সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ ঘটে। তখন জেলে নৌকার জেলেরাও দ্রুত স্পিডবোটে উঠতে গেলে স্পিডবোটটি উল্টে যায়। এতে ওই ৪ জন নিখোঁজ ও ৩ জন আহত হন। বাকিরা সাঁতড়িয়ে রক্ষা পান। দুর্ঘটনার পর বিয়ে বাড়িতে শোক নেমে আসে। অনুষ্ঠানও পণ্ড হয়ে যায়। 

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মদন উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা নিখোঁজদের উদ্ধারের চেষ্টা শুরু করেছে। এছাড়া ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। 

NJ
আরও পড়ুন