কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় সংঘর্ষে জড়িয়েছে স্থানীয়রা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরের আলিম সরকারের বাড়ির লোকজনকে মারধর করে প্রতিপক্ষ আড়াই বেপারির বাড়ির ভুবন মিয়ার অনুসারীরা। তারই জের ধরে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দু’পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বেঁধে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। মুহূর্তেই আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কারও অবস্থা গুরুতর কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর দোকানপাট বন্ধ হয়ে যায়, জনসমাগম কমে আসে।
ভৈরব থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আবু তালেব জানান, দু’পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তদন্ত চলছে, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
