ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নেত্রকোনায় ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক অনুষ্ঠান

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

তরুণদের নেতৃত্ব বিকাশ, অভিজ্ঞতা বিনিময় এবং স্থানীয় প্রশাসন ও বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে কার্যকর সম্পৃক্ততা নিশ্চিতকরণে নেত্রকোনায় ‘তরুণ প্রজন্মের সফলতার গল্প’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা সদরের পাবলিক হলে উন্নয়ন সংস্থা নারীপক্ষ ও স্বাবলম্বী উন্নয়ন সমিতি পরিচালিত ‘অধিকার এখানে, এখনই’ প্রকল্পের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

শিশুদের একটি নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে এ সম্মেলন শুরু হয়। এরপর আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক স্বপন কুমার পালের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- সদর উপজেলার ইউএনও আসমা বিনতে রফিক, পরিবার পকিল্পনা বিভাগের উপপরিচালক রফিকুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা রুবি আক্তার, পুলিশ পরিদর্শক মজিবুর রহমান, আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, কমিউনিটি মেডিক্যাল অফিসার মনিরা হোসেন, উন্নয়ন সংগঠক অহিদুর রহমান, তরুণ প্রতিনিধি আরিফুজ্জামান আরিফ, সুমাইয়া আক্তার ও তাজিম রহমান প্রমুখ।

সঞ্চালনা করেন তরুণ প্রতিনিধি নূসরাত জাহান ইমা ও শুভ রজক। সম্মেলনে নেত্রকোনা সদর কেন্দুয়া ও মোহনগঞ্জ উপজেলার ‘তারুণ্যের কণ্ঠস্বর’ প্লাটফর্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এ সময় তারা নিজেদের সফলতার গল্প ও অভিজ্ঞতা বিনিময় ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

নারীপক্ষের প্রকল্প পরিচালক সামিয়া আফরিন জানান, মানবাধিকার, লিঙ্গ সমতা, সামাজিক অবস্থান এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১৮ সাল থেকে ‘অধিকার এখানে, এখনই’ নামক প্রকল্পটির আওতায় নানামুখি কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রকল্পের আওতায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ৮ জেলার ২৪ উপজেলায় গড়ে তোলা হয়েছে তারুণ্যের প্লাটফর্ম।

NJ
আরও পড়ুন