ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাড়িতে প্রতিবেশির মুরগি আসা নিয়ে ঝগড়া, নারীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১০:৪৪ এএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়িতে প্রতিবেশীর মুরগি আসা নিয়ে ঝগড়ার জেরে রৌশনারা বেগম (৫০) নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছেলেসহ বাবাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খৈরাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রৌশনারা ওই গ্রামের মৃত আব্দুল জলিলের স্ত্রী।

এ ঘটনায় আটককৃতরা হলেন—একই গ্রামের সাখাওয়াত (২১), তার বড় ভাই সাজ্জাদ হোসেন (২৪) ও তাদের বাবা মোস্তুফা (৪৮)। ঘাতক সাখাওয়াত সম্পর্কে ওই নারীর প্রতিবেশী নাতি হয়।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত রওশনারার পরিবারের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধ ছিল প্রতিবেশী মোস্তফার পরিবারের। এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় রওশনারার একটি মুরগি মোস্তফাদের বাড়িতে যায়। এরপর সেই মুরগি আনতে গেলে মোস্তফা ও তার মা সালেমা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা তাদের বাড়িতে মুরগি কেন গেল, এ নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে সাখাওয়াত দা দিয়ে কুপিয়ে রওশনারাকে গুরুতর আহত করে। 

স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক রওশনারাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পুত্রবধূ হাফসা আক্তার অভিযোগ করে বলেন, প্রতিবেশির বাড়ির আঙ্গিনা থেকে মুরগি আনতে গেলে মোস্তফার ছেলে সাখাওয়াত আমার শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা ও লাঠি আলামত হিসেবে জব্দ করা হয়। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

AHA
আরও পড়ুন