ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নালিতাবাড়ীতে ৩ শতাধিক তালবীজ রোপণ 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৭ পিএম
"তালবীজ লাগাবো, পরিবেশ বাঁচাবো" স্লোগানে শেরপুরের নালিতাবাড়ীতে ৩ শতাধিক তালবীজ রোপণ করেছে ক্ষুদে শিক্ষার্থীরা।
 
শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার নাকুগাঁওয়ের প্রধান সড়ক থেকে খলিশাকুড়া গারো বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তায় এসব তালবীজ রোপণ করা হয়।
সূত্র জানায়, উপজেলার শিমুলতলা স্লুইস গেইট প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের প্রত্যেকের বাড়ি এবং আশপাশের বাড়ি থেকে তাল বীজ সংগ্রহ করে স্কুলে এনে জড়ো করে। পরে তারা নিজ উদ্যোগে এসব তালবীজ রাস্তার দুইধারে রোপণ করে।
 
এর আগে বিদ্যালয়ের শিক্ষকরা তাল গাছের উপকারিতা সম্পর্কে ছাত্রছাত্রীদের বুঝিয়ে তাদের এই কাজে উৎসাহিত করে।
 
এ সময় উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার এবিএম সাব্বির মোকাম্মেল কাজল, আ. লতিফ, নুরুল আমীন মাস্টার, ছাত্রদল নেতা বুলবুল, কায়েসসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
NJ
আরও পড়ুন