ঢাকা
শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজীপুরে মাদ্রাসার ছাত্রী ধর্ষণের ঘটনায় নালিতাবাড়ীতে বিক্ষোভ

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পিএম
গাজীপুরে কালিয়াকৈরে ১৩ বছরের শিশু মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জয় কুমার দাস ও তার সহযোগীদের মৃত্যুদণ্ডের দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। 
 
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে নালিতাবাড়ী উপজেলা গেইটের সামনে এ বিক্ষোভ ও মানববন্ধন করে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নালিতাবাড়ী উপজেলা শাখা। 
 
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দায়িত্বশীল মাওলানা মাহদি হাসান সিদ্দিকীর সঞ্চালনায় জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা উবায়দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল মোমেন, মুফতি আবু সুফিয়ান, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মুহাম্মদ আলী নাজিরপুরী, মুফতি মাহমুদুল হাসান ফয়জুল্লাহসহ প্রমুখ। 
এ সময় বক্তারা গাজীপুরে কালিয়াকৈরে ১৩ বছরের শিশু মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণকারী হিন্দু জয় কুমার দাস ও তার সহযোগীদের মৃত্যুদণ্ডের দাবি জানান। সেই সাথে বাংলাদেশ থেকে ইসকনের কার্যক্রম বন্ধের দাবি করেন।
 
মানববন্ধনে হিন্দু ধর্মাবলম্বী সজল চন্দ্র দাস বলেন, আমরা বাংলাদেশে সবাই শান্তিপূর্ণভাবে থাকতে চাই এবং ধর্ষণকারী হিন্দু জয় কুমার দাসের মৃত্যুদণ্ড দাবি করছি।
 
বিক্ষোভ ও মানববন্ধনে  দোয়া পরিচালনা করেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা উবায়দুর রহমান।
NJ
আরও পড়ুন